প্রধান শিক্ষকের বানী,

শিক্ষই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথত ভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহন করেছে । এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে । যুগের সাথে সংগতি বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায় । এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মুলমন্ত্র। আমরা দূঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনের কাঙ্খিত পরিবর্তন আর এই লক্ষে তাদেরকে সৃজনশীল, স্বাধীন সক্রিয় এবং দায়িত্বশীল সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষক মন্ডলি এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষা বান্ধব পরিবেশ । আমি বিনয়ের সাথে দাবি দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এসব কিছু সমন্বয়ে ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজেই বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সংস্কৃতি অনুষ্ঠানিক, খেলাধুলা নানাবিধ শিক্ষা। প্রধান শিক্ষক দৌলতপুর উচ্চ বিদ্যালয়

Copyright © দৌলতপুর উচ্চ বিদ্যালয় All rights reserved | Developed By Nishat Shagor